নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুষার ঝড়ের পর বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
তুষার ঝড়ের পর বন্যায় বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

ছবি : সংগৃহীত

তীব্র তুষারঝড়ে পর এবার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। শুক্রবার থেকেই নদীর পানি প্লাবিত হয়ে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা। ফলে রাজ্যটির হাজার হাজার মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

শনিবার রয়টার্সের এক প্রতিবদনে জানিয়েছে, সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কয়েক ফুট পানির জমেছে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে। গতকাল রাজ্যজুড়ে বাতিল হয়েছে তিন শতাধিক ফ্লাইট। বিলম্বিত ৪ হাজারের বেশি। বৈরী আবহাওয়ার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮৫ হাজারের বেশি আবাসিক ও বানিজ্যিক ভবন। চলতি সপ্তাহজুড়ে বিরূপ এ পরিস্থিতি জারি থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। রোববার তীব্র ঝড়বৃষ্টির আশঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরোও পড়ুন।‘তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে বেশি দেরি নেই’

এদিকে, বৃষ্টির মতো ঝড়ছে তুষার, বরফের চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। উইসকনসিন, মিশিগান, ইলিনয়, ইন্ডিয়ানা, নিউইয়র্কেও একই পরিস্থিতি। শিক্ষা-প্রতিষ্ঠান ও বেসরকারি অফিস বন্ধের পাশাপাশি বৈরি আবহাওয়ার কারণে নিরাপত্তায় হাজারেরও বেশি বিমানের ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যদিও সবচেয়ে ভোগান্তিতে মিশিগানের বাসিন্দারা। অঙ্গরাজ্যটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক তুষারশঝড়ের মুখোমুখি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মিশিগানে ৮ লাখ ২০ হাজার বাসিন্দা অন্ধকারে রয়েছে।

এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন