নিউইয়র্ক     সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি’

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
‘ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি’

হোয়াইট হাউজের সাবেক আইনজীবী টাই কভ বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে তিনি দোষী সাব্যস্ত হতে পারেন বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওইদিন ট্রাম্পের হাজার হাজার সমর্থক বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সার্টিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটাল হিলের সামনে জড়ো হন এবং এক পর্যায়ে তারা ক্যাপিটাল ভবনে হামলা চালায়।

সাবেক স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের বিরুদ্ধে যে তদন্ত হয় সে সময় টাই কভ হোয়াইট হাউজের প্রতিনিধিত্ব করেছিলেন। টাই কভ সিবিএস নিউজকে বলেন, ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় উসকানি দেয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আইনি শাস্তির মুখে পড়তে পারেন। এর সম্ভাবনা অনেক বেশি।

চলতি সপ্তাহে অন্য এক পোস্টে টাই কভ বলেছেন, ফ্লোরিডার মার-আ-লাগো বাড়িতে যে সমস্ত গোপন নথি পাওয়া গেছে তাতে শাস্তির মুখে পড়ার চেয়ে অনেক বেশি সম্ভাবনা রয়েছে ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার জন্য।

ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া, অ্যারিজোনা, পেন্সিলভিনিয়া এবং মিশিগানের আদালতে আইনি প্রক্রিয়া চলছে। ২০২১ সালে ৬ জানুয়ারি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছিল। সম্প্রতি ট্রাম্পের মার-আ-লাগো বাড়িতে এফবিআই বিপুল পরিমাণ গোপন নথিপত্র ও রাষ্ট্রীয় রেকর্ড উদ্ধার করেছে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে।
পরিচয়/এমউএ

শেয়ার করুন