নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটকে ‘বাংলাদেশ ওয়ে’ নামকরণ চুড়ান্ত – ফাহাদ সোলায়মান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটকে ‘বাংলাদেশ ওয়ে’ নামকরণ চুড়ান্ত – ফাহাদ সোলায়মান

জ্যাকসন হাইটসের বাংলাদেশী-আমেরিকানদের ব্যাবসায় সমৃদ্ধ ৭৩ ষ্ট্রীটকে ‘বাংলাদেশ ওয়ে’ নামকরণ চুড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়রের এশীয় উপদেষ্টা পরিষদের সদস্য, স্থানীয় কম্যুনিটি বোর্ড মেম্বার এবং জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশানের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। তবে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পরিবর্তে ২৬মার্চ ২০২৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে নামফলক উম্মোচন করা সম্ভব হবে বলে জানান ফাহাদ। গত ২২ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগ ও আয়োজনে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাহাদ সোলায়মান আরো বলেন আমেরিকার মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়ার কোন বিকল্প নেই। তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশীরা পঞ্চম হলেও প্রাপ্য সুযোগসুবিধা আদায়ে বাংলাদেশীরা অনেক পিছিয়ে। এ অবস্থার পরিবর্তনে প্রয়োজন মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ যার মধ্যে অন্যতম হচ্ছে ভোটার তালিকাভুক্ত হওয়া, ভোটপ্রদানে অংশগ্রহণ, স্বেচ্ছাসেবক হিসেবে অন্তভুক্তি ইত্যাদি। তিনি নাগরিকত্ব লাভ এবং ভোটার তালিকাভুক্ত হওয়ার ব্যাপারে প্রবাসী বাংলাদেশীদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সোসাইট নিউইয়র্ক সহ প্রবাসের সকল সামাজিক ও আঞ্চলিক সংগঠনসমুহকে এগিয়ে আসার আহবান জানান।

সভায় কম্যুনিটির কল্যাণে অবদান রাখার জন্য ফাহাদ সোলায়মানকে জ্যাকসন হাইটস এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ আলম নমি ও মিয়া মোহাম্মদ দুলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মীর নিজামুল হক, বাংলাদেশ সোসা্ইটি নিউ ইয়র্ক এর সদ্য পুননির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কবি ও লেখক সালেম সুলেরী, মহিউদ্দীন দেওয়ান, জনাব দিলীপ, সাঈদ তারেক, দেবশীষ দাশ বাবলু, আফতাব জনি, দেওয়ান মিনর,কন্ঠশিল্পী রিজিয়া পারভীন প্রমুখ।

শেয়ার করুন