নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৩শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন ‘এখন পর্যন্ত’ রাশিয়াকে অস্ত্র দেয়নি, বিশ্বাস বাইডেনের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩ | ০৫:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ | ০৫:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীন ‘এখন পর্যন্ত’ রাশিয়াকে অস্ত্র দেয়নি, বিশ্বাস বাইডেনের

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জো বাইডেন - এএফপি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর চীন রাশিয়ার কাছে অস্ত্র পাঠায়নি। কানাডা সফরকালে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি গত তিন মাস ধরে শুনে আসছি যে, চীন রাশিয়াকে উল্লেখযোগ্য অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে…তবে তারা (চীন) এখনো দেয়নি। এর অর্থ এই নয় যে তারা দেবে না, কিন্তু তারা এখনো দেয়নি।’

বাইডেন বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নেই না। আমি রাশিয়াকেও হালকাভাবে নেই না।’ এ ছাড়া চীন ও রাশিয়ার সম্পর্ক নিয়ে সম্ভবত ‘অতিরঞ্জিত’ তথ্য প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার করুন