নিউইয়র্ক     রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপন তথ্য ফাঁস করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি ইলন মাস্কের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
গোপন তথ্য ফাঁস করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি ইলন মাস্কের

নানান নাটকীয়তার পর চলতি বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি টুইটারের মালিক হওয়ার পর প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দেয়। ফাঁস হতে থাকে বিভিন্ন গোপন তথ্য। মূলত টুইটারের নিজস্ব কর্মীরাই অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য বাইরে প্রকাশ করে দিতে থাকেন। তবে তথ্য ফাঁস ঠেকাতে এবার কঠোর হতে যাচ্ছেন ইলন মাস্ক। টুইটারের কর্মীদের তিনি হুমকি দিয়েছেন, যদি কেউ অফিসের ভেতরের খবর বাইরে ছড়ান তাহলে তার বিরুদ্ধে মামলা করবেন তিনি।

এ ব্যাপারে কর্মীদের কাছে হুমকিমূলক মেইলে একটি সতর্কবার্তা পাঠিয়েছেন মাস্ক। সেখানে তিনি লিখেছেন, ‘টুইটারের কয়েকটি গোপন তথ্য ফাঁসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমাদের কোম্পানির কিছু লোক কোম্পানির নীতির বিরুদ্ধে কাজ করছে এবং তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করছে।’

আরো পড়ুন।যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি

তিনি আরও লিখেছেন, ‘এটি একবারই বলা হবে: যদি আপনি পরিস্কারভাবে এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করেন, তাহলে আপনি আইন অনুযায়ী দায়বদ্ধ হবেন এবং টুইটার আপনার কাছে এর ক্ষতিপূরণ দাবি করবে।’ তবে তিনি তার কর্মীদের জানিয়েছেন, যদি মুখ ফসকে কেউ কিছু বলে ফেলেন এতে সমস্যা নেই। কিন্তু মিডিয়ার কাছে বিস্তারিত তথ্য প্রকাশ করলে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সম্প্রতি খবর বের হয়, টুইটারের সানফ্রান্সিসকোর প্রধান দপ্তরের ভেতর কর্মীদের থাকার জন্য জায়গা তৈরি করেছেন ইলন মাস্ক। কাজের চাপে বা অতিরিক্ত কাজ করার জন্য যেসব কর্মী বাড়িতে যেতে পারেন না তাদের জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে। এমন তথ্য ফাঁস হওয়ার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। কারণ এতে স্পষ্ট হয়ে ওঠেছে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন