নিউইয়র্ক     রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুক্ষণের জন্য মুকুট হারিয়েছিলেন ইলন মাস্ক

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
কিছুক্ষণের জন্য মুকুট হারিয়েছিলেন ইলন মাস্ক

অল্প সময়ের জন্য বিশ্বের সবচেয়ে ধনীর জায়গা হারিয়েছিলেন মার্কিন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ফোর্বস জানিয়েছে, মাস্ক বুধবার সাময়িক সময়ের জন্য খেতাব হারান। টেসলার শেয়ার কমে যাওয়ায় এমনটি ঘটে। ওই সময় মাস্ককে হটিয়ে জায়গায় দখল করেছিলেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার।

ফোর্বস জানিয়েছে, ৫১ বছর বয়সী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছিল ১৮৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। আর শীর্ষ ধনী আর্নল্ট পরিবারের সম্পদ ছিল ১৮৫ দশমিক ৪ বিলিয়ন ডলার, ১৮ হাজার ৫৪০ কোটি ডলার।

তবে খুব বেশিক্ষণ শীর্ষ ধনীর আসন থেকে দূরে থাকতে হয়নি টুইটারের মালিক মাস্ককে। কিছুক্ষণের ব্যবধানে আগের অবস্থানে ফিরে আসেন তিনি। ইলন মাস্ক ২০২১ সালের সেপ্টেম্বরে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীর জায়গা ধরে রেখেছেন। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন