নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশিষ্টতায় চীনের ব্যক্তি-প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ১২:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ১২:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশিষ্টতায় চীনের ব্যক্তি-প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরান, চীন এবং হংকংয়ের এক ডজনেরও বেশি ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক নেটওয়ার্ককে সমর্থনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরো করা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেটওয়ার্কটি লেনদেন পরিচালনা করেছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে সংবেদনশীল তথ্য ও প্রযুক্তি সরবরাহ করেছে। ইরানের সংস্থাগুলোর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী রয়েছে, যা মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বেইজিংয়ে ইরানের প্রতিরক্ষা অ্যাটাচ দাউদ দামঘনি। মার্কিন অর্থ মন্ত্রণালয় তাকে ইরানের শেষ ব্যবহারকারীদের জন্য চীন থেকে সামরিক সম্পর্কিত ক্রয়ের সমন্বয়ের জন্য অভিযুক্ত করেছে। সূত্র : রাইজিং বিডি ডট কম

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন