নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযুক্ত হলে আত্মসমর্পন করবেন ট্রাম্প জানালেন আইনজীবী জো

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ১০:১২ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৩ | ০৮:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
অভিযুক্ত হলে আত্মসমর্পন করবেন ট্রাম্প জানালেন আইনজীবী জো

আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলে আত্মসমর্পনে বাধা দেবেন না ট্রাম্প জানিয়েছেন তাঁর আইনজীব। নিউইয়র্ক এর ম্যানহাটানের ডিষ্ট্রিক্ট এটর্ণী আলভিন ব্রাগ এর তদন্ত প্রায় শেষ। ২০১৬ সালে যৌনতারকা স্ট্রর্মি ড্যানিয়েলসকে নির্বাচনী বিধি লংঘণ করে অর্থ পরিশোধ করার দায়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালতের কাঠগড়ায় হাজির করার ব্যবস্থা চুড়ান্ত প্রায় বলে জানিয়েছেন সংম্লিষ্টের কেউ কেউ। যেকোন দিন গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।তাঁকে গ্রেফতারের জন্য নিউইয়র্ক এর পুলিশ সাবেক প্রেসিডেন্টের বর্তমান আবাসস্থল ফ্লোরিডার ওয়েষ্ট পামবীচের মার এ লাগোতে গেলে সেখানে সাবেক প্রেসিডেন্ট এর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যদের সাথেও কোন সমস্যা হবেনা।সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও আত্মসমর্পনে বাধা দেবেন না বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ডেইলী নিউজকে জানিয়েছেন। জো আরো বলেছেন প্রয়োজনে সাবেক প্রেসিডেন্ট নিউইয়র্কে এসেই আত্মসমর্পন করবেন।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হলে চাপ সামলাতে নিউইয়র্ক এর কতিপয় স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়ে গ্রেফতার হলে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের ইতহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোন ক্রিমিনাল মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হচ্ছেন।

শেয়ার করুন