নিউইয়র্ক: গত শুক্রবার ৭ই জানুয়ারী জ্যাকসন হাইটের নবান্ন রেস্টুরেন্টে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম ও দুই সহযোগি জনাব রাশেদ মান্নানফয়সাল ও জনাব গণেশ চৌধুরী মনোয়ন পত্র যাচাই বাছাই ও সর্বসাধারণের মতামতের প্রতিফলন ঘটিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকরেন। গভীর রাতে শপথ পাঠের মাধ্যমে কমিশন তার ধারাবাহিকতার চূড়ান্ত ধাপ সফলতার সাথে শেষ করেন। প্রবাসের সফল ব্যাবসায়ী, বিনয়ী মোঃ কামরুজ্জামান (কামরুল) কে সভাপতি এবং তারুণ্যের অহংকার, সমিতির একনিষ্ঠ কর্মী মোঃ আহম্মাদ শরীফ খান (মৌসুমী) কে সাধারণ সম্পাদক হিসাবে পেয়ে সমিতি দীর্ঘ দিনের ধারাবাহিকউন্নতির ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রবাসী সিরাজগঞ্জ জেলাবাসী দৃঢ় ভাবে বিশ্সাস করে।এ সময় সর্বস্তরের প্রবাসীজেলা বাসীর উপস্থিতিতে বিদায়ী সভাপতি মোঃ ইরশাদুল হক রোকনী ও বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ লেবু ছাড়াও সর্বজন শ্রদ্ধেয় সাবেক সভাপতিগণ মোহাম্মদ আলামিন, মোঃ সাইফুল বারী শফি, প্রিয় মুখ মোঃ রুহুল আমিন সরকার, সদালাপী মোঃ মহিউল ইসলাম মনি, এস এম নাদীর উজ্জ্বল, মোঃ হাসান বিন নোমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মধ্যমনি হয়ে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার অপর দুই কমিশনারের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান এবং নির্বাচন কমিশনের পক্ষে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় নতুন কমিটিকে কাজ করে যাবার আহব্বান জানান।
পূর্ণাঙ্গ কমিটি : মোঃ কামরুজ্জামান (কামরুল) -সভাপতি, মোঃ আব্দুর রউফ লেবু- সি:সহ-সভাপতি, এস এম নাদীর উজ্জ্বল – সি:সহ-সভাপতি, এনাম এলাহী তরফদার (আরিফ )-সহ সভাপতি, মোঃ এহতেশামুল হক রোকনী -সহ -সভাপতি, মোঃ আহম্মাদ শরীফ খান (মৌসুমী ) সাধারণ সম্পাদক, মোঃ জহরুল ইসলাম (সুজন ) যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ রুবেল হাসান মুন্সি সহ -সাধারণ সম্পাদক, মোঃ জাকারিয়া সরকার -সাংগঠনিক সম্পদক, মোঃ মাসুদ রানা -সহ সাংগঠনিক সম্পদক মোঃ রেজাউল বারী (কোষাধক্ষ) মোঃ হালিম (সহ কোষাধক্ষ ), মোঃ মাহমুদুল হাসান (মার্ক) (প্রচার সম্পাদক ), রেদওয়ানা বিনতে রাজ্জাক (সেতু ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা, মোঃ মোমিন মানিক (ক্রীয়া সম্পাদক), মোঃ জহরুল ইসলাম টিপু (সহ-ক্রীয়া সম্পাদক ), মোছাঃ মাকসুদা বারী তুহিন (মহিলা সম্পাদিকা ), মোছাঃ জান্নাতুল ফেরদৌস লিপি (সহমহিলা সম্পাদিকা ), মোছাঃ জেসমিন মান্নান মিতা (সহ মহিলা সম্পাদিকা), মোঃ হাবিব ( সমাজ কল্যাণ ), মোঃ শফিকুল ইসলাম খান (শফিক )(দপ্তর সম্পাদক )
কার্যকরী সদস্য /সদস্যা : মোঃ খান হোসেন বিপু, হাসান বিন নোমান (রাসেল), মোঃ মহিউল ইসলাম (মনি), মোঃ ইসলাম (শফি), মোহাম্মদ কাসেম, অনু হামিদ, দেবব্রত সাহা (দেবু ), সেলিম রেজা, মোঃ ফজলুল বারী – প্রেস বিজ্ঞপ্তি