নিউইয়র্ক     শনিবার, ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি মামলার রায়ের তারিখ পেছালো

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০৭:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ০৭:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি মামলার রায়ের তারিখ পেছালো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি (রয়টার্স)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর করা হয়েছে। আদালতের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পেলেন রিপাবলিকানরা। খবর সিএনএনের।

খবরে বলা হয়, অর্থ কেলেঙ্কারি মামলায় ট্রাম্পের বিচারের রায় আগামী ১১ জুলাই দেয়ার তারিখ ছিল। তবে বিচারক জুয়ান মার্চান বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্টের এ মামলার রায় আগামী ১৮ সেপ্টেম্বর দেয়া হবে।’

এর আগে, স্থানীয় সময় সোমবার (১ জুলাই) ডোনাল্ড ট্রাম্পকে ‘আংশিক’ দায়মুক্তি দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এ রায়ের পরই ট্রাম্পের বিচারের তারিখ পেছানো হলো। ধারণা করা হচ্ছে এটি ওই রায়েরই প্রভাব।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাফতরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন।

তবে প্রেসিডেন্ট হওয়ার আগে তার বিরুদ্ধে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠেছে, সেসব ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা, মুখ বন্ধ রাখার জন্য পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়া, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গত ২৭ জুন মার্কিন গণমাধ্যম সিএনএনের আটলান্টা স্টুডিওতে একে অপরকে তীর্যক ভাষায় ঘায়েল করেন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। টিভি বিতর্কের পর আইনি জটিলতার ম্যারপাঁচ সত্ত্বেও মোটামুটি সুবিধাজনক অবস্থায় আছেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: সময় টিভি।

শেয়ার করুন