নিউইয়র্ক     রবিবার, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

গরমে গলে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ভাস্কর্য

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ০৩:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ০৩:০৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
গরমে গলে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ভাস্কর্য

অতিরিক্ত গরমে গলে গেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি মোমের ভাস্কর্য। ওয়াশিংটন ডিসিতে তৈরি করা হয়েছিল ৬ ফুট লম্বা এ ভাস্কর্যটি। গত কয়েকদিন ধরে সেখানে তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হচ্ছে।

তাপমাত্রা বেড়ে একদিন ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এতে করে ক্যাম্প বার্কারে অবস্থিত মোমের ভাস্কর্যটি গলে যায়। আমেরিকান গৃহযুদ্ধের সময় ক্যাম্প বার্কারে একটি শরণার্থী ক্যাম্প খোলা হয়েছিল। যেখানে আশ্রয় দেওয়া হয়েছিল দাসত্ব থেকে মুক্তি পাওয়া আফ্রিকান আমেরিকানদের।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথমে ভাস্কর্যটির মাথাটি তাপের কাছে হার স্বীকার করে। এরপর গলে যায় এটির পা। তবে ইতিমধ্যে এটি ঠিক করার কার্যক্রম শুরু হয়েছে।

যেখানে ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল সেখানে এখন একটি রেপ্লিকা ভাস্কর্য স্থাপন করা হবে। যা ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।

ভাস্কর্যটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্পী স্যান্ডি উইলিয়ামস। তিনি মোমের বেশ কয়েকটি (সিরিজ) ভাস্কর্য বানিয়েছিলেন। এই সিরিজের অংশ হিসেবে বানানো হয়েছিল আব্রাহাম লিঙ্কনের ভাস্কর্যও। এরপর এটি স্থাপন করা হয় ক্যাম্প বার্কারে। বর্তমানে সেখানে একটি স্কুল রয়েছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন