নিউইয়র্ক     রবিবার, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কে ট্রাম্পকে হারাতে বাইডেনকে যে পরামর্শ দিলেন হিলারি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ০৩:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ০৩:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিতর্কে ট্রাম্পকে হারাতে বাইডেনকে যে পরামর্শ দিলেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) প্রথম বিতর্কে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে হিলারি ক্লিনটনের বাইডেন ও ট্রাম্প দুজনের সঙ্গেই বিতর্ক করার অভিজ্ঞতা রয়েছে। তাই আসন্ন বিতর্ক নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ট্রাম্প ও বাইডেন দুজনের সঙ্গেই বিতর্ক করার অভিজ্ঞতা রয়েছে হিলারির। ছবি: সংগৃহীত

বুধবার (২৬ জুন) মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি অপ-এডে (সংবাদপত্রের একটি কলাম যেখানে লেখকের শক্তিশালী, তথ্যবহুল মতামত তুলে ধরা হয়) হিলারি ট্রাম্পের সঙ্গে বিতর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এছাড়া আটলান্টার সিএনএন স্টুডিওতে হতে যাওয়া বিতর্কে বাইডেনকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন।

হিলারি লেখেন, ট্রাম্প বিতর্কের সময় প্রতিপক্ষকে কথা বলতে বাধা দেন এবং অযৌক্তিক কথা বলেন। প্রতিপক্ষের সঙ্গে যুক্তিতে না পারলে তিনি তাকে থামিয়ে দেন। কারণ তার অপর প্রান্তে যিনি থাকেন তাকে ট্রাম্প দমিয়ে রাখতে চান।

তিনি আরও বলেন, ট্রাম্পের কথার পিঠে নিজের যুক্তি তুলে ধরার চেষ্টা করা মানে সময় নষ্ট করা। কারণ তিনি অর্থহীন কথা বলেন; পরে তা রূপ নেয় গালাগালিতে।

ট্রাম্পের বিতর্ক করার কৌশলের সমালোচনা করার পাশাপাশি, হিলারি তার অপরাধমূলক কর্মকাণ্ডের সমালোচনাও করেন। এ সময় তিনি গর্ভপাতের অধিকার এবং ট্যাক্স কমানোর বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেন।

অন্যদিকে, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট বাইডেনকে একজন জ্ঞানী এবং ভদ্রলোক বলে তুলে ধরেন। তিনি দাবি করেছেন, তাদের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল নেতাদের একজন হলেন বাইডেন।

বাইডেনকে তীক্ষ ও বলিষ্ঠভাবে কথা বলার পরামর্শ দেন হিলারি। কারণ তিনি মনে করেন, গলায় জোর না থাকলে ট্রাম্পের আধিপত্য বিস্তার করার চেষ্টা ও ভয়ভীতি দেখানোর কৌশলগুলো ব্যর্থ করা সম্ভব হবে না।

হিলারি ক্লিনটন এ সময় বর্তমান প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের অসুবিধার কথাও স্বীকার করেন। কারণ প্রেসিডেন্ট হিসেবে নানা চাপের মধ্যে থাকার জন্য তিনি বিতর্কের প্রস্তুতি নিতে পারবেন না। তাছাড়া প্রেসিডেন্ট পদে তার বয়সের বিষয়টি একটি বড় ইস্যু। একে তিনি পাত্তা না দিয়ে বলেন, বাইডেন ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড়। সূত্র: সময় টিভি।

শেয়ার করুন