নিউইয়র্ক     মঙ্গলবার, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর আমেরিকায় ‘তুফান’ মুক্তি পেয়েছে শুক্রবার, ২৮ জুন

সারা বছর ধরে নিউ ইয়র্কে বাংলা ছায়াছবি প্রদর্শনের অঙ্গীকার রাজ হামিদের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৯ জুন ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সারা বছর ধরে নিউ ইয়র্কে বাংলা ছায়াছবি প্রদর্শনের অঙ্গীকার রাজ হামিদের

চলতি বছরের সবচাইতে আলোচিত বাংলা ছায়াছবি রায়হান রাফি পরিচালিত ও মেগাস্টার শাকিব খান এবং দর্শক-নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত- ‘তুফান’ শুক্রবার ২৮ জুন নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ আমেরিকা এবং কানাডায় মুক্তি পেয়েছে । এ উপলক্ষে গত ২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের শেফ মহল রেষ্টুরেন্টে আয়োজিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ জানান,আমেরিকা ছাড়াও ২৮ জুন শুক্রবার ‘তুফান’-এর আন্তর্জাতিক রিলিজ হবে মধ্যপ্রাচ্য, কানাডা,অস্ট্রেলিয়া এবং ভারতে। ‘তুফান’ নিয়ে জল্পনা-কল্পনা এবং আগ্রহ এখন তুঙ্গে। ২৮ জুন শুক্রবার থেকে দু’পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি শহরে তুফান ছবিটি প্রদর্শিত হচ্ছে বলে জানান রাজ হামিদ। ইতোমধ্যে তুফান এর জনপ্রিয়তা এবং চাহিদা দেখে তাঁরা অভিভুত বলেও জানিয়েছেন রাজ হামিদ।

উল্লেখ্য, ঈদ-উল-আজহা উপলক্ষে গত ১৭ জুন ছবিটি ঢাকায় মুক্তি পাওয়ার পর থেকে ব্যাপক সফলতা দেখিয়ে চলছে।

নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেন এলাকায় অবস্থিত ‘কিউ গার্ডেন সিনেমা’ এবং এবং লং আইল্যান্ড এর হিক্সভিল এর শোকেস ডিলাক্স ব্রডওয়ে প্রেক্ষাগৃহে সপ্তাহব্যাপী ‘তুফান’ মুভিটি প্রদর্শিত হবে। এই দুটি হলেই ২৮ জুন শুক্রবারের টিকেট সোল্ড আউট। ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স এ ৩০ জুন রোববার স্পেশাল শো সোল্ড আউট হবার পথে। তিনি সকলকে অনলাইনে টিকেট কেটে যেতে অনুরোধ জানান। আশা করছি আগামী সপ্তাহেও ‘তুফান’ ছবিটি নিউইয়র্কে চলবে।এ ছাড়াও রিগাল সিনেমার্ক এবং এএমসি থিয়েটারগুলো’র ঘোষণা শীঘ্রই আসবে বলে জানান রাজ হামিদ।

রাজ হামিদ বলেন, আমেরিকা’র দর্শকদের ‘তুফান’ দেখার অপেক্ষার শেষ হচ্ছে ২৮ জুন শুক্রবার। তিন আরো বলেন এই ছবি একটি মাইলস্টোন হয়ে থাকবে বাংলা সিনেমার ক্ষেত্রে। ‘তুফান’ -এর প্রচারে আমরা চিত্রনায়ক শাকবের বাংলা চলচ্চিত্রে পচিশ বছর এবং তার অনুগত ভক্তদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। সেই উপলক্ষে আগামী কিছু দিনের মধ্যে জ্যাকসন হাইটস, টাইম স্কোয়ার এবং ব্রঙ্কসে পথ প্রচার এবং ভক্ত সমাবেশের আয়োজন করা হচ্ছে ।

আশা করছেন জুলাই মাসের ২য় সপ্তাহে নিউইয়র্কের টাইম স্কয়ারে বায়োস্কোপ ফিল্মস ছবিটি’র জন্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে । এসময় ছবির পরিচালক রায়হান রাফি যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে রাজ হামিদ আরো জানান, বছরের ৩৬৫ দিনই যেন নিউ ইয়র্কের দর্শকরা বাংলা ছায়াছবি দেখতে পারেন, তার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে বায়োস্কোপ ফিল্মস ।

এখানে আরো উল্লেখ্য, শাকিব খান অভিনীত এই ছবি’র টিজার/ ট্রেইলার এবং দু’টি গান ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে এই টিজারে সাকিব খানের লুক, এন্ট্রি এবং সংলাপ চমক লাগিয়েছে। টাইটেল গানটি ১৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।

নিউইয়র্ক ছাড়াও নিউ জার্সি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, ফিলাডেলফিয়া, আটলান্টা, মিয়ামি, লস আঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, শিকাগো, ডালাস, অস্টিন, হিউস্টন, ডেট্রয়েট, সিয়াটল, ফিনিক্স, ডেনভারসহ বেশ কিছু শহরে ‘তুফান’ চলবে বলে জানা গেছে।

‘তুফান’ ছবিটি আলফা-আই প্রোডাকশন্সের ব্যানারে তৈরি করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই জানিয়েছে, গত ১০দিনে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহগুলো থেকে তুফান মুভিটির আয় প্রায় ২৫ কোটি টাকা।

ডিজিটাল ডিস্ট্রিবিউশনে আছেন চরকি এবং এসভিএফ। শাকিব খান, চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন কোলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী,মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। উল্লেখ্য যে, ‘তুফান’ মেগাস্টার শাকিব খান অভিনিত ২৫০ তম চলচ্চিত্র।

শেয়ার করুন