নিউইয়র্ক     শনিবার, ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ই জুলাই রবিবার নিউইয়র্ক আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
১৪ই জুলাই রবিবার নিউইয়র্ক আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

শেকড়হীন যেমন গাছ বাঁচেনা তেমনই লোক সংস্কৃতি ছাড়াও একটি দেশ ও জাতি বাঁচতে পারে না। জাতিগত চেতনা ও আত্মপরিচয়ের সংকট মোচন করতে আগামী ১৪ই জুলাই রবিবার ২০২৪ বিশ্বের ১৫ টি দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে নিউইয়র্কে বেঙ্গলী ক্লাব ইউ এস এ আয়োজিত দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসংগীত উৎসব।

নিউইয়র্কের সবচেয়ে বড় বহুজাতিক লোক সংগীতে ও সংস্কৃতির মিলনক্ষেত্র হবে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আগামী ১৪ই জুলাই ২০২৪ । অংশ নেবেন আমেরিকা, বাংলাদেশ, নেপাল, উজবেকস্থান, আজারবাইজান , ঘানা , গায়ানা, তুরস্ক . ভারত , জাপান , চীন , ইংল্যান্ড , থাইল্যন্ড , সাউথ আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন নেপালী কমিউনিটির জেপিকে ফাউন্ডেশন এর সভাপতি সোমনাথ ঘিমরে । উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৪ এর আহবায়ক সুশীল সিনহা , সদস্য সচিব ইন্দ্রজিৎ সরকার , বাঙ্গালী ক্লাব ইউএসএ এর প্রেসিডেন্ট দীনেশ চন্দ্র মজুমদার , ওয়ার্ল্ড ইয়োগা কমিটির সভাপতি দিলীপ থামকাপান , বহ্নিশিখা সংগীত একাডেমির সভাপতি সবিতা দাস , রবীন্দ্র একাডেমির সভাপতি ড. রুমা চৌধুরী সহ বিভিন্ন দেশের সংগীত শিল্পীরা ।

ধন্যবাদান্তে সুশীল সিনহা আহবায়ক আন্তর্জাতিক লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৪ যোগাযোগ : 1 (917) 932-7044 – প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন