নিউইয়র্ক     সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ইসলামী ধারার ব্যাংকগুলোয় আমানতের চেয়ে ঋণ বেশি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ০১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জুন ২০২৪ | ০১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে ইসলামী ধারার ব্যাংকগুলোয় আমানতের চেয়ে ঋণ বেশি

বাংলাদেশের ইসলামি ধারার ব্যাংকগুলোতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যে পরিমাণ আমানত এসেছে, তার চেয়ে বেশি ঋণ বিতরণ করা হয়েছে। ফলে এসব ব্যাংকের কয়েকটি ভুগছে তারল্যসংকটে।

ইসলামি ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকগুলোতে আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫৪৯ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে যার পরিমাণ ছিলো ৩ লাখ ৮৪ হাজার ১৩৬ কোটি টকা। এই তিন মাসে আমানত বেড়েছে ১৫ হাজার ৪১৩ কোটি টাকা।

অপরদিকে মার্চ মাস শেষে এসব ব্যাংকের ঋণ বিতরণ দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৪২৫ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য এই সময়ে আমানত জমার চেয়ে ঋণ বিতরণ বেড়েছে ১০ হাজার ৪৬৩ কোটি টাকা।

দেশে বর্তমানে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে ১০টি। ব্যাংকগুলো হচ্ছে—ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকগুলোর আমানত বাড়লেও প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখায় আমানত কমেছে। মার্চ শেষে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোয় আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৫৪৫ কোটি টাকা। গত ডিসেম্বরে এসব শাখায় আমানতের পরিমাণ ছিল ২১ হাজার ১১৮ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছিলো ২৩ হাজার ২৭০ কোটি টাকায়। এরপর তা আবার কমতে থাকে।

মার্চে ইসলামি ব্যাংকগুলোর শাখা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৭২টি। এর মধ্যে ইসলামী ব্যাংকের ৩৯৪টি, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ২১৭টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৫টি, এসআইবিএলের ১৭৯টি, এক্সিম ব্যাংকের ১৫১টি, শাহ্‌জালাল ব্যাংকের ১৪০টি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৮টি, ইউনিয়ন ব্যাংকের ১১৪টি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০১টি ও আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখা আছে।

শেয়ার করুন