নিউইয়র্ক     মঙ্গলবার, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ০৬:২০ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জুন ২০২৪ | ০৬:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘প্লাটিনাম জুবিলী’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুম সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আওয়ামী লীগ তথা জাতীয় নেতাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রোববার (২৩ জুন) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লালাজায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালী, আলোচনা, কেক কাটা, সঙ্গীতানুষ্ঠান, তবারক বিতরণ প্রভৃতি।

এছাড়াও ট্রাকের ওপর স্থাপিত ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়কালের নানা ইতিহাস। ইতিহাসের স্বাক্ষর মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, শামসুল হক, মাওলানা আব্দুর রশীদ তর্ক বাগীশ, তাজউদ্দীন আহমেদ ও শেখ হাসিনা সহ অনেক নেতানেত্রীর প্রতিচ্ছবি পর্দায় ভেসে উঠে। বেজে উঠে ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধু’র ভাষণ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নিউইয়র্কে ইতিহাস তৈরি করলো। প্রবাসের হাজারো মানুষের উপস্থিতিতে সংগঠনের জন্মদিন উদযাপন এটাই প্রথম। এ জন্য তিনি প্রবাসের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠন উজ্জীবিত ও এগিয়ে চলেছে উল্লেখ কওে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসার সময় কতিপয় ঘুমন্ত নেতা নামধারী চক্রান্তকারী নানা ষড়যন্ত্রে মেতে উঠেন। এবার তা হতে দেব না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক আব্দুল হামিদ। দলীয় সূত্রে জানা গেছে, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ডা. মাসুদুল হাসান, সামছুউদ্দীন আজাদ, লুৎফর করীম ও কাজী কয়েস, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন ও তারিকুল হায়দার চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওযামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সরিফ কামরুল হিরা, বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক আলী হোসেন গজনবী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওযামী লীগের কার্ষকরী সদস্য সাহানারা রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধো সিরাজ উদ্দীন সরকার, আবুল কাসেম, বদরুজ্জামান পান্না, সাইফুল আলম, এবাদুল হক, শাহ আল শফি আনসারী, মো: হারুন অর রশীদ, ফুয়াদ হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক গনেশ কীর্তনিয়া, যুবলীগ নেতা সেবুল মিয়া, যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ প্রমুখ।

অন্যরকম ডাইভারসিটি প্লাজা: এদিকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রোববার ডাইভারসিটি প্লাজা ছিল আওয়ামী লীগ সর্মথিত নেতা-কর্মী আর সমর্থকদের পদভারে মুখরিত। দলীয় নেতা-কর্মীরা জন্ম উৎসবের ব্যাজ পড়ে ও ফেস্টুন হাতে নিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে র‌্যালীতে অংশ নেয় এবং ‘শুভ শুভ জন্মদিন’ শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলে। এছাড়াও কেক কেটে নিজ হাতে নেতা কর্মীদের হাতে তুলে দেন ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী সাহানা রহমান। উড়ানো হয় ‘শান্তির পায়রা’ কবুতর। পাশাপাশি দলীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে শিল্পীদের দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরানী বিতরণ করা হয়।

নবান্ন পার্টি হলে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার’-এর ব্যানারে পৃথক সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তথা ‘প্লাটিনাম জুবিলী’ পালন উপলক্ষ্যে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার’-এর ব্যানারে বাংলাদেশের সাথে সময় মিলিয়ে শনিবার (২২ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্লাটিনাম জুবিলী উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ আখতার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সমাবেশে অংশ নেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, অন্যতম উপদেষ্টা ও বাকসু’র সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর। প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাছিব মামুন এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।

অনুষ্ঠানের শুরুতেই ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা,৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগষ্ট, ২১ আগস্ট, ৩ নভেম্বরের জেল হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং মুক্তিযুদ্ধে সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

ঢাকা থেকে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বিগত ৭৫ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জনের গৌরবগাথা ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য খুরশেদ খন্দকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জেহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা কফিল চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, সহ-সভাপতি শাহ সেলিম, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র, গোলাম খাঁন লিপ্টন, কায়কোবাদ খাঁন, কাজি এলিন, তোফায়েল হোসেন, আবুল হোসেন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোমানা আকতার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াৎ বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার, কার্যকরী কমিটির সদস্য রাকিব হাসান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম ইকবাল, আব্দুল বাছির, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুহাম্মদ হাসান ইশরাত হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আলোচনায় অধিকাংশ বক্তা তাদের বক্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন এবং দলের মথ্যে বিভেদ-বিভক্তির জন্য তাঁকে দায়ী করেন। বক্তারা অভিযোগ করে বলেন তিনি ‘অর্থ বাণিজ্যেও মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের পদ-পদবী দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরই ক্ষতি করছেন, বিভক্তি বাড়াচ্ছেন। বক্তারা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে মেয়াদ উত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দাবী করেন।

এছাড়াও অনুষ্ঠানে রাত ১২:০১ মিনিটে জন্মদিনের কেক কাটা হয়। এসময় হাতেগোণা কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে অনেকেই বক্তব্য রেখে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সবশেষে মধ্যরাতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি।খবর ইউএনএ’র।

শেয়ার করুন