নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাড়ছে ঈদের ছুটির প্রবণতা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ০২:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ০২:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে বাড়ছে ঈদের ছুটির প্রবণতা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটির স্বীকৃতি দেয়ার প্রবণতা বেড়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের সবচেয়ে বড় পাবলিক স্কুলে ২০১৫ সালে ঈদকে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর হিউস্টন, মিনিয়াপলিসসহ আরও বেশ কয়েকটি শহরেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ মুসলিম। এর মধ্যে নিউ জার্সি ও মিশিগানে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রে কোনো সরকারি ছুটি নেই।

তাই মুসলিম শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কয়েক বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় স্কুল বন্ধ রাখার চেষ্টা করছে। দেশে বসবাসরত মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে ঈদের ছুটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি করে আসছে।

শেয়ার করুন