নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিককে বিমান থেকে নামিয়ে দিতে বলেন ট্রাম্প !

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ০৩:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০৩:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাংবাদিককে বিমান থেকে নামিয়ে দিতে বলেন ট্রাম্প !

প্রায় সময়ই বিভিন্ন উদ্ভট আচরণ ও কথাবার্তার কারণে আলোচনায় থাকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের ওপর ক্ষোভ দেখিয়ে আবারও আলোচনায় এলেন তিনি। ফক্স নিউজ জানিয়েছে, তার বিরুদ্ধে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগের আনা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করায় এনবিসি চ্যানেলের এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প এনবিসিকে ‘ফেক নিউজ’ বলে আখ্যায়িত করে ওই রিপোর্টারের মোবাইল কেঁড়ে নেন এবং তাকে তার বিমান থেকে বের করে দিতে বলেন। গত ২৫শে মার্চ এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, টেক্সাসে একটি প্রচার অভিযানের পর নিজের বিমানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। সেখানে ছিলেন এনবিসি নিউজের সাংবাদিক ভন হিলিয়ার্ড। তাদের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাতে শোনা যায়, ভন হিলিয়ার্ড ট্রাম্পকে প্রশ্ন করেন যে, তার বিরুদ্ধে চলমান তদন্ত নিয়ে তাকে এমন ‘হতাশ’ দেখাচ্ছে কেনো। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি ওই রিপোর্টারকে আর কোনো প্রশ্ন না করার নির্দেশ দেন। এরপরই নাকি উত্তেজিত হয়ে ওঠেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে বলেন, ‘এটি একটি ভুয়া খবর। আপনার সংস্থা ভুয়া খবর ছড়ানোর বিষয়ে কুখ্যাত। আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। আমি শুনেছিলাম আপনি এক জন ভালো মানুষ। কিন্তু তা নয়। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না।’

এই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর হিলিয়ার্ড ট্রাম্পকে আবারও একটি প্রশ্ন করতে চান। কিন্তু ট্রাম্পের রাগ তখনও কমেনি। তিনি সাফ জানিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি ভালো মানুষ নন। এরপরেও হিলিয়ার্ড প্রশ্ন করেই যাচ্ছিলেন। এমন সময় ট্রাম্প রেগে গিয়ে তার সহযোগীদের বলেন, এই লোককে এখান থেকে বের করে দিন।যদিও ট্রাম্পের প্রচারণা মুখপাত্র স্টিভেন চিউং জানান যে, ওই সাংবাদিকের সঙ্গে বিমানে খারাপ কোনো আচরণ করা হয়নি। সূত্র : যুগান্তর

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন