নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রনের নতুন ধরন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ০২:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০২:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রনের নতুন ধরন

যুক্তরাষ্ট্রে অমিক্রনের নতুন উপধরন এক্সবিবি ১.৫ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শীতকালে যেহেতু করোনা রোগী বেশি শনাক্ত হয় তাই বিষয়টি ভাবিয়ে তুলেছে তাদের। করোনার অন্য ধরন ও উপধরনগুলোর চেয়ে নতুন এই উপধরনের মানবদেহে প্রবেশ করার এবং রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি।

ভাইরাসটির সংস্পর্শে আসার পর দ্রুতই উপসর্গ দেখা দেয়। যাদের আগে করোনা সংক্রমণ হয়েছে বা যারা ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন, তাদের সংক্রমিত করার ক্ষমতাও এর অনেক বেশি।

ফক্স নিউজ ডিজিটালকে ডা. মার্ক সিগেল ব্যাখ্যা দিয়ে বলেন, করোনার এই নতুন ধরনে প্রকৃতপক্ষে দুটি সাব-ভ্যারিয়েন্ট রয়েছে, একটি এক্সবিবি এবং এক্সবিবি ১.৫। এর মধ্যে এক্সবিবি ১.৫ বেশি সংক্রমক।

এদিকে যুক্তরাষ্ট্রে পাওয়া করোনার নতুন এই ধরনের সন্ধান মিলেছে ভারতেও। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশের দেহে এক্সবিবি ১.৫ ধরনের সন্ধান মিলেছে।

সাথী / পরিচয়

শেয়ার করুন