নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে একই পরিবারের চারজনকে গুলি করে হত্যা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:২০ পূর্বাহ্ণ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে একই পরিবারের চারজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে একই পরিবারের মা-বাবা, দুই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রোববার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রোমিওভিলে পুলিশ রুটিন মাফিক পর্যবেক্ষণের জন্য শিকাগোর শহরতলীতে অবস্থিত বাড়িতে প্রবেশের পর মৃতদেহগুলো দেখতে পান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- আলবার্তো রোলন, জোরাইদা বার্তোলোমি এবং তাদের ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তান অ্যাড্রিয়েল এবং ডিয়েগো। এছাড়া ঘটনাস্থল থেকে তাদের তিনটি কুকুরের মরদেহও উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত বা রোববার ভোরের দিকে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তারা এটা বিশ্বাস করেন না যে, ওই পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। বরং তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করছেন বলে এনবিসি শিকাগোর এক প্রতিবেদনে জানানো হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ বলছে, তারা মনে করেন না যে, এতে আশেপাশের লোকজনের জন্য কোনো ধরনের ঝুঁকি রয়েছে।

শেয়ার করুন