নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক পুনরায় ট্রাম্প-বাইডেনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান না -এনবিসি নিউজ এর জরীপ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৪:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক পুনরায় ট্রাম্প-বাইডেনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান না -এনবিসি নিউজ এর জরীপ

আমেরিকার বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান না। এই দুই প্রার্থী নির্বাচনে অংশ নিলে তা হবে অত্যন্ত তিক্ত প্রতিদ্বন্দ্বিতা এমন আশঙ্কা সাধারণ মানুষের।

আমেরিকার এনবিসি নিউজ এক জরিপে বলছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৬০ ভাগ নাগরিক মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামা উচিত হবে না। এর মধ্যে তিনভাগের এক ভাগ রিপাবলিকান ভোটার রয়েছেন যারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে চান না। রিপাবলিকান এই ভোটারদের মধ্যে শতকরা ৩০ ভাগ আবার বলেন, ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি অভিযোগ থাকার কারণে তারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে ইচ্ছুক নন।

এদিকে, যুক্তরাষ্ট্রের শতকরা ৭০ ভাগ নাগরিক মনে করেন প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। এই ৭০ ভাগের মধ্যে শতকরা ৫১ ভাগ ডেমোক্র্যাট সমর্থক। যেসব মানুষ বাইডেনের
প্রার্থীতার বিরোধিতা করছেন তাদের বেশিরভাগ মনে করেন বাইডেনের বয়স বেশি হওয়ায় তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক হবে না। বাইডেনের বর্তমান বয়স ৭৬ বছর। তিনি যদি দ্বিতীয় দফায় নির্বাচিত হন তখন দ্বিতীয় দফার মেয়াদ শেষে তার বয়স হবে ৮১ বছর। এমন অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

গত নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রচারাভিযান শুরু করেছেন। অন্যদিকে, জো বাইডেন কয়েকবার প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তবে এখনো প্রকাশ্য ঘোষণা দেননি। সম্প্রতি তিনি বলেন, শিগগিরই প্রার্থীতার ঘোষণা দেবেন তিনি।

সুইটি/পরিচয়

শেয়ার করুন