নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গোলাগুলি, নিহত ২

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ০৩:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ০৩:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গোলাগুলি, নিহত ২

ছবি : সিএনএন

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে একটি পার্কে ভিড়ের মধ্যে গুলি চালালে কমপক্ষে দুইজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন।

ঘটনাস্থলে দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে জানায় লুইসভিল মেট্রো পুলিশ বিভাগ। শনিবার গভীর রাতে একটি সংবাদ সম্মেলনে লুইসভিলের ডেপুটি চিফ পল হামফ্রে বলেন, ‘আহত অবস্থায় পাওয়া চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছেন। নিহতদের সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।’ হামফ্রে বলেন, ‘গুলি চালানোর সময় পার্কে শত শত লোক ছিল, এতে অন্তত ছয়জন আঘাতপ্রাপ্ত হয়।

কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ বলছে, তারা এখনো শনাক্ত করতে পারেনি কারা দায়ী । এই ঘটনার কারণও নির্ধারণ করা যায় নি। ‘গুলি চালানো ব্যক্তি যেই হোক না কেন আমি সরাসরি কথা বলতে চাই’ হামফ্রে সংবাদ সম্মেলনের সময় বলেন। এক সপ্তাহ আগেও এই শহরে একই ঘটনা ঘটে। চিকসাও পার্ক থেকে প্রায় ৫ মাইল দূরে লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকে সোমবার এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটে।

শেয়ার করুন