নিউইয়র্ক     মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন অর্থমন্ত্রীর কিয়েভ সফর, ১.২ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
মার্কিন অর্থমন্ত্রীর কিয়েভ সফর, ১.২ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সোমবার এক আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে যান। সেখানে তিনি দেশটিকে আরও ১.২ বিলিয়ন (১২০ কোটি) মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর। আগামী মাসে মার্কিন বাজেটের যে ১০ বিলিয়ন ডলার ছাড় হবে, তা থেকে এ অর্থ ইউক্রেনকে দেওয়া হবে বলে জানান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী।

আরও পড়ুন। টুইটারে থামছেই না ছাঁটাই

তিনি বলেন, গত এক বছর ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়ে যাওয়া ইউক্রেনকে অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের পুনর্গঠনে ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক, আইএমএফ ও জি-৭ নেতাদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দেন জ্যানেট ইয়েলেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন