নিউইয়র্ক     বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৭০ লাখের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া আরও হাজার হাজার শিশু নিহত হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। খবর এএফপির।

আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, তুরস্কের ভূমিকম্পকবলিত ১০ প্রদেশে ৪ দশমিক ৬ মিলিয়ন এবং সিরিয়ায় আড়াই মিলিয়ন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলে এবং সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এ ছাড়া এ ভূমিকম্পের পর আরও শতাধিকবার আফটারশকে দেশ দুটি কেঁপে ওঠে। এ ভূমিকম্পে এরই মধ্যে দুই দেশে প্রাণহানি ৩৭ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের উদ্ধার তৎপরতা যখন শেষ হতে চলেছে এ সময়ই এমন তথ্য দিলেন ইউনিসেফ মুখপাত্র।

শেয়ার করুন