নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষণমুখর আবহওয়ায় সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১১:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ মে ২০২৩ | ১১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বর্ষণমুখর আবহওয়ায় সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা

প্রবল বর্ষণে যখন নিউইয়র্কের জনজীবন স্থবির, তখন কিছু সাহিত্যপ্রাণ মানুষ সমস্ত বিপত্তি ডিঙিয়ে  জড়ো হয়েছিলেন ছড়াটে-র পূর্বনির্ধারিত মাসিক ছড়াড্ডা-য়। গত ৩০ এপ্রিল রোববার নিউইর্য়কের কুইন্সের  হলিসে অনুষ্ঠিত হয়ে গেলো ছড়াটে-র মাসিক ছড়াড্ডা। বৃষ্টিমূখর এই আড্ডায় সকলের বক্তব্যে উঠে এসেছে রবীন্দ্রনাথ ও বৃষ্টির কথা।

আড্ডায় আগত সবাই, বৃষ্টি নিয়ে ছড়া ছাড়াও বিভিন্ন  বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মানিক রহমান, ছড়াকার ম‍্যদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন  কবি-প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন,  কবি- আইনজীবী মোহাম্মদ আলী বাবুল ও সাংস্কৃতিক কর্মী সায়দা উদিতা। বিরূপ আবহওয়ার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই  ভার্চুয়ালি যুক্ত হয়ে আড্ডার অংশগ্রহন করেন।

আগামী ২৮ মে, রোববার, লং আইল‍্যান্ডের লেভিট টাউনে পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত  হয়। সবশেষে সমবেত কন্ঠে ” আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে…..” গানটি গেয়ে আড্ডার সমাপ্তি টানা হয়।

শেয়ার করুন