নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু বিপর্যয়ের কারণে২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০২:২০ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ০৬:০২ অপরাহ্ণ

ফলো করুন-
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু বিপর্যয়ের কারণে২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার যুক্তরাষ্ট্র

সামুদ্রিক ঝড়, দাবানল, টর্নেডো, প্রচণ্ড তুষারপাতসহ আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয়ের কারণে ২০২২ সালে প্রায় ১৬৫ বিলিয়ন বা ১৬ কোটি ৫০ লাখ ডলারের আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ফোবস ম্যাগাজিন।

এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে যে আবহাওয়াগত বিপর্যয় দেখা দিচ্ছে তারই ফলে যুক্তরাষ্ট্র এসব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। সংস্থাটি বলছে, ২০২২ সালে মোট ১৮টি আবহাওয়াগত প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে হারিকেন আয়ানের সময়। সে সময় ১২৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে গত অক্টোবর মাসে হারিকেন আইয়ান ফ্লোরিডা, সাউথ এবং নর্থ ক্যারোলাইনায় আঘাত হানে। এসব ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত ও আহত হয়েছে।

এনওএএর ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশন (এনসিইআই) নিজেদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ১৬৫ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ২০২২ সাল। বাদবাকি দুটি স্থানে রয়েছে ২০১৭ সাল (ঘূর্ণিঝড় হার্ভে ও ইরমা) এবং ২০০৫ সাল (ঘূর্ণিঝড় ক্যাটরিনা)।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের রিপোর্টে বলেছে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে এসব স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে। সব এভাবে চলতে থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও ভয়াবহ পরিস্থিতি দেখবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

সাথী/পরিচয়

শেয়ার করুন