নিউইয়র্ক     বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে বড় ঋণ দিল চীন, দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানকে বড় ঋণ দিল চীন, দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে চীন। পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাকেও অর্থসহায়তা দিয়েছে দেশটি। এ কারণে দুশ্চিন্তার সাগরে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান-শ্রীলঙ্কাকে অর্থ দেয়ায় নিজেদের উদ্বেগের কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, চীন এই ঋণের বিপরীতে জবরদস্তিমূলক সুবিধা আদায় করতে পারে বলে আশঙ্কা করছে তার দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

আরও পড়ুন । প্রযুক্তি কোম্পানিতে দেদার ছাঁটাই, যুক্তরাষ্ট্রে বেকায়দায় ভারতীয়রা

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, চীনের বোর্ড অব চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিএম) পাকিস্তানের জন্য ৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে। তারপরেই ডোনাল্ড লু সতর্ক করেছেন, তাদের শঙ্কা চীন অর্থ সংকটে থাকা দেশগুলোকে ঋণ দিয়ে ‘জোরজবরদস্তিমূলক সুবিধা আদায় করে নেবে’। তিনি বলেছেন, ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশি দেশগুলোকে (পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল) চীনের ঋণ দেওয়া নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা চিন্তিত যে এসব ঋণ ‘জোরজবরদস্তিমূলক সুবিধা’ আদায়ে ব্যবহার করা হবে।এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন