নিউইয়র্ক     রবিবার, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ১০:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

বিএনপির মিডয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারি প্রেস সচিব আশিক ইসলাম এ মতবিনিময় সভার আয়োজন করেন। জ্যাকসন হাইটসের নিকটে একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশে একটি স্বৈরতান্ত্রিক মনোভাপন্ন সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় করার আর কোন উপায় অবশিষ্ট নেই। তাই দেশের বাইরে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের সমর্থন প্রয়োজন। এসময় উপস্থিত সম্পাদক ও সাংবাদিকবৃন্দ সংবাদ এবং তথ্যের প্রয়োজনে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে যোগাযোগের বাধা দুর করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। যোগাযোগের প্রক্রিয়া আরো সহজতর করার প্রতিশ্রুতি দিয়ে সাবেক সংসদ সদস্য জহিরুদ্দীন স্বপন বলেন তাঁকে সবসময়ই পাওয়া যাবে। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তাঁর দায়িত্ব মিডিয়াসেল নিয়ে। কমিটি গঠন সাংগঠনিক কর্মকান্ড, ফলে তাঁর পক্ষে মতামতদেওয়া সমীচিন নয়।

শেয়ার করুন