নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের কাছে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ই জিন ক্যারলের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩ | ০৭:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ মে ২০২৩ | ০৭:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের কাছে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ই জিন ক্যারলের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি মানহানি মামলার প্রথমটি সংশোধন করে ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছেন যুক্তরাষ্ট্রের লেখক ই জিন ক্যারল। সোমবার ক্যারলের আইনজীবীরা এই ক্ষতিপূরণ দাবি করেন বলে রয়টার্স জানিয়েছে।

ক্যারলের আইনজীবীরা রায়টিকে ‘অসম্মানজনক’ বলে মার্কিন জেলা বিচারক লুইস কাপলানের কাছে একটি চিঠিও লিখেছেন। চিঠিতে তারা বলেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো অত্যন্ত মানহানিকর। ক্যারলের আইনজীবীরা আরও বলেন, রায়ের পরে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিদ্বেষপূর্ণ, ঘৃণাবাচক ও অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের নিন্দনীয় আচরণের শাস্তি হিসেবে তার জরিমানা হওয়া উচিত।

১৯৯০-এর দশকে ট্রাম্প যৌন নিপীড়ন করেছিলেন অভিযোগ তুলে ২০২২ সালের অক্টোবরে মানহানির মামলা করেছিলেন ক্যারল। সেই মামলায় গত ৯ মে ভারতকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দেন আদালত। পরে ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং ক্যারলের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন।

শেয়ার করুন