নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন সফর করবে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৪:০০ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৪:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীন সফর করবে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

চলতি সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল চীন সফর করবে। প্রতিনিধি দলটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি এবং আগামী বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করবে। শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আরোও পড়ুন।মিয়ানমারে আর কূটনীতিক নিয়োগ দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় বলে চীনের মন্তব্যের পর এই মার্কিন এই ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা।মার্কিন প্রতিনিধি দলে থাকবে পূর্ব এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ড্যানিয়েল ক্রিতেনব্রিংক এবং চীন ও তাইওয়ান-বিষয়ক জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লৌরা রোজেনবার্গ। এই দলটি ১১ থেকে ১৪ ডিসেম্বর চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে।

নভেম্বরের মাঝামাঝিতে জি২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনায় বসেছিলেন শি জিনপিং ও জো বাইডেন। তাদের আলোচনায় তাইওয়ান ও উত্তর কোরিয়ার মতো ইস্যু উঠে এসেছিল।

শেয়ার করুন