নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিমিয়ায় ইরানের সেনারা রাশিয়াকে সহায়তা করছে: হোয়াইট হাউস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
ক্রিমিয়ায় ইরানের সেনারা রাশিয়াকে সহায়তা করছে: হোয়াইট হাউস

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ইরানের সেনারা তেহরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর হামলা চালাতে মস্কো বাহিনীকে সাহায্য করছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপির।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ার মাটিতে রয়েছে এবং তারা ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে সহায়তা করছে।’

জন কিরবি বলেন, ক্রিমিয়ায় থাকা ইরানের নাগরিকরা হলেন প্রশিক্ষক এবং তারা কর্মীদের প্রযুক্তিগত সহযোগিতা করছেন। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা নিয়ে রুশ সেনারা ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে। এতে ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি বলেন, বর্তমানে তেহরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় সরাসরি জড়িয়ে পড়েছে। হামলায় ইরানের বিভিন্ন অস্ত্র ব্যবহার করায় ইউক্রেনের অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় নিরাপত্তা মুখপাত্র আরও বলেন, ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরান এই যে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করছে, তা উন্মোচন, প্রতিরোধ ও মোকাবিলায় যুক্তরাষ্ট্র সব উপায় অবলম্বন করতে যাচ্ছে। কিরবি বলেন, ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করায় রাশিয়া ও ইরানের অস্ত্র বাণিজ্যের ওপর আমরা যুক্তরাষ্ট্রের সার্বিক নিষেধাজ্ঞা অব্যাহতভাবে জোরদার করছি।’

শেয়ার করুন