নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁকড়া-কলা দিয়ে কোরিয়ান প্রেসিডেন্টকে আপ্যায়ন করবেন বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ০৯:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ০৯:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
কাঁকড়া-কলা দিয়ে কোরিয়ান প্রেসিডেন্টকে আপ্যায়ন করবেন বাইডেন

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। কাল বুধবার (২৬ এপ্রিল) কোরিয়ান প্রেসিডেন্টের উদ্দেশ্যে হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কোরিয়ান প্রেসিডেন্টকে কী কী খাবার দিয়ে বাইডেন আপ্যায়ন করবেন, সেই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, কোরিয়ান প্রেসিডেন্টকে প্রথমে দেওয়া হবে ম্যারিল্যান্ডের বিখ্যাত কাঁকড়ার কেক, সিদ্ধ গরুর মাংস। এরপর দেওয়া হবে কলার তৈরি বিশেষ ডেজার্ট। সঙ্গে থাকবে বিভিন্ন পদের সালাদ ও বিশেষ স্যুপ।

কোরিয়ান প্রেসিডেন্টের সম্মানার্থে তার সামনে থাকবে ছয় ফুট উঁচু চেরির টাওয়ার। মূল খাবারে থাকবে মূলত গরুর মাংস, মাখন মিশ্রিত শিমের বিঁচি, গাজরের বিশেষ সালাদ এবং বাদাম। কলার সঙ্গে যে ডেজার্টটি দেওয়া হবে সেটিতে থাকবে লেমনবার আইসক্রিম, তাজা বেরি, কুকি এবং দিওনজাং ক্যারামেল।

এদিকে কোরিয়ান প্রেসিডেন্টের জন্য যে নৈশভোজের আয়োজন করা হচ্ছে সেটির খাবারের মেন্যু বাঁছাইয়ের বিষয়টি তদারিক করেছেন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন যা পছন্দ করেন সেগুলোই মেন্যুতে রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের মানুষ কী ধরনের খাবার খান সেই সম্পর্কেও কোরিয়ান প্রেসিডেন্টকে ধারণা দেওয়ার বিষয়টি তাদের চিন্তায় ছিল। সূত্র: রয়টার্স

শেয়ার করুন