নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের নেটওয়ার্ক হ্যাকড

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ০২:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের নেটওয়ার্ক হ্যাকড

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্ক কার্যালয়ের কম্পিউটার নেটওয়ার্ক কয়েক ঘণ্টার জন্য হ্যাকড হয়েছিল। ইতোমধ্যে তা সচল করা সম্ভব হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংস্থাটির এক বিবৃতিতে।

এফবিআইয়ের কার্যালয়ের নেটওয়ার্কটি কবে হ্যাকড হয়েছিল তা জানানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের শুক্রবারের (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে।

বিবৃতিতে বলা হয়, হ্যাকের ঘটনা নিয়ে এফবিআই অত্যন্ত সজাগ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আরও তথ্য পেতে কাজ চলছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ইতোমধ্যে নেটওয়ার্কটি সচল করা হয়েছে।

এফবিআইয়ের সংশ্লিষ্ট দুই ব্যক্তি সিএনএনকে জানায়, যে কম্পিউটারগুলো হ্যাকড করা হয়েছিল, সেগুলো শিশু যৌন নিপীড়ন বিষয়ক গবেষণায় ব্যবহার করা হতো। সূত্র : সিএনএন

শেয়ার করুন