নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উডসাইডে বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার সেন্টার উদ্বোধন 

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ০৮:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ০৮:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
উডসাইডে বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার সেন্টার উদ্বোধন 

২৬ জুন সোমবার বিকালে নিউইয়র্কের উডসাইডে কম্যুনিটির অন্যতম জনপ্রিয় ও সফল হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান বারী হোমকেয়ারের সহযোগী প্রতিষ্ঠান বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার যাত্রা শুরু হয়েছে। এদিন অপরাহ্নে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পৃথকভাবে ফিতা কেটে নতুন এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এসময় নিউইয়র্ক সিটির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আসেফ বারী টুটুল। শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার এডওয়ার্ড মারমিস্টেইন, ট্রেড ও ইনভেস্ট বিষয়ক ডেপুটি কমিশনার দিলীপ চৌহান, মেয়রের চিফ অ্যাডভাইজার তানিয়া রামোস, মেয়র এরিক অ্যাডামসের ভাই বার্নি অ্যাডামস ও তার সহধর্মিনী শ্যারন অ্যাডামস, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার ও জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার সেন্টারের পরিচালক হুমায়ূন কবীর, ফুয়াদ হোসেন ও জুবের আহমেদ এবং আসেফ বারী ও মুনমুন হাসিনা বারীর একমাত্র কন্যা সাবাহ বারী। এসময় পবিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসেফ বারী টুটুল জানান, নিউইয়র্কে হোম কেয়ার ব্যবসায় সর্বোচ্চ সেবা দিচ্ছে বারী হোম কেয়ার। নিউইয়র্ক স্টেটে ১০টি শাখা রয়েছে প্রতিষ্ঠানটির। উন্নত সেবার মাধ্যমে এটি সবার মন জয় করে নিয়েছে। একইভাবে সেবার দিক থেকে শীর্ষে অবস্থান করবে বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বারী হোম কেয়ার ও বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ারের চেয়ারপারসন মুনমুন হাসিনা বারী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার হবে অবসর সময় কাটানোর সেরা বিনোদন কেন্দ্র। এখানে অবসর কাটানোর জন্য থাকবে ক্যারম, লুডু, টিভিসহ নানান বিনোদন মাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মুহাম্মদ সাদিক।

শেয়ার করুন