নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩ | ১২:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ | ১২:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন। এই সপ্তাহে তিনি এ সফরে যাবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ব্লিনকেন তার এ সফরে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানের আহ্বান জানাবেন।

সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। ব্লিনকেনের সঙ্গে এটাই নেতানিয়াহুর প্রথম বৈঠক হবে। এছাড়া তিনি ফিলিস্তিনির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও মিশরের আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গেও সাক্ষাত করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সোম ও মঙ্গলবার পশ্চিম তীর সফরে যাবেন এবং রামাল্লায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ব্লিনকেন ইসরায়েলি অভিযানে বেশকিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহবান জানাবেন।

রোববার ব্লিনকেন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যস্থতাকারী মিসর সফরে যাবেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লিবিয়া ও সুদানসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে বৈঠক করবেন। সূত্র : সমকাল

শেয়ার করুন