নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকানদের অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো উচিত: বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
আমেরিকানদের অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো উচিত: বাইডেন

ইউক্রেনে রুশ হামলার পর থেকে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৯ অক্টোবর) তিনি বলেন, জ্বালানি সংকট মানে আমেরিকানদের দায়িত্বপূর্ণভাবে অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো দরকার।

দেশকে স্বচ্ছ্ব জ্বালানি ব্যবহারের দিকে নিয়ে যেতে তার অঙ্গীকারের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ হতে পারে বলেও মন্তব্য করেন বাইডেন। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়া হওয়ার পাশাপাশি নতুন সংকট সৌদি আরবের তেল উৎপাদন কমানো।

সম্প্রতি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস তেলের উৎপাদন দিনে ২০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবকে ‘পরিণতি’ ভোগের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

শেয়ার করুন