নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউইয়র্ক সিটি ?

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৩ | ১১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউইয়র্ক সিটি ?

নিউ ইয়র্ক সিটি। ফাইল ছবি: রয়টার্স

কথিত আছে, নিউ ইয়র্ক শহর কখনও ঘুমায় না। তবে না ঘুমানো শহরটিও ডুবে যেতে পারে নিঃসন্দেহে! গবেষণা বলছে, হাজার হাজার আকাশ্চুম্বি অট্টালিকার ভারে এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই প্রায় ১-২ মিলিমিটার করে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহর। আর্থস ফিউচার নামক জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সঙ্গে বাড়ছে নিউ ইয়র্কে বন্যার আশঙ্কা। এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বিশাল বিশাল ভবনের অতিরিক্ত ভর। গবেষণা বলছে, শহরটিতে থাকা ভবনগুলোর ভর প্রায় ১ দশমিক ৬৮ ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় ১৪০ মিলিয়ন হাতির ভরের সমান। অতিরিক্ত এ ভরের ফলে একটু একটু করে তলিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টার কর্মচঞ্চল শহরটি।

১৯৫০ সালের পর প্রায় ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার তলিয়ে গেছে নিউ ইয়র্ক। এ ছাড়া এ শতাব্দীর পর শহরটিতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ চার গুণ বেড়ে যাবে বলে জানা গেছে। এতে বিপদে পড়বেন শহরটির ৮ দশমিক ৪ মিলিয়ন মানুষ।

গবেষণা পরিচালনাকারী মার্কিন ভূতাত্ত্বিক সার্ভের ভূ-পদার্থবিদ টম পারসোন্স বলেন, ‘বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও বন্যার ঝুঁকি ক্রমবর্ধমান হারে বাড়ছে।’ গবেষণা বলছে, শুধু নিউ ইয়র্কই নয়, উপকূলীয় সব শহরই রয়েছে এমন ঝুঁকিতে। বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের নিম্নভূমি নিমজ্জিত হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়বেন। সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন