নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ১২:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ১২:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় এ কথা জানান। প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বড় ভূমিকা, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিকে জাতিসংঘ মূল্যায়ন করে।

জাতিসংঘ মহাসচিব তাঁর অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূদ্ধে লড়াই ও ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, আন্তর্জাতিক আর্থিক সংস্কারের জন্য চাপ দেওয়াসহ আমাদের লক্ষ্য পূরণে আমি আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।’ শেখ হাসিনাকে অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমসহ জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।’

শেয়ার করুন