নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীদের নিরাপত্তায় নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে ন্যাশনাল গার্ড মোতায়েন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
যাত্রীদের নিরাপত্তায় নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে ন্যাশনাল গার্ড মোতায়েন

নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্য বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ সাবওয়ে ষ্টেশন ও প্লাটফর্মে নিউ ইয়র্ক ষ্টেট গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে৷ এর আগে নিউ ইয়র্ক সিটি মেয়র গত জানুয়ারীর শেষ দিকে ওভারটাাইমের মাধ্যমে প্রায় এক হাজার এনওয়াইপিডি কর্মকর্তাকে সাবওয়েতে যাত্রীসাধারণের নিরাপত্তা বিধান আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে মোতায়েন করেছিলেন৷

এছাড়া ন্যাশনাল গার্ডদের সাথে প্রয়োজনে অতিরিক্ত আরো ২৫০ জন এনওয়াইপিডি কর্মকর্তাকে সাবওয়েতে মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন মেয়র এডামস ৷ গভর্নর হোকুল যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ষ্টেশসসমুেহর প্রবেশমুখে আকস্মিক ব্যাগ তল্লাশির নির্দেশও দিয়েছেন৷ কারো ব্যাগ তল্লাশিতে আপত্তি থাকলে সার সাবওয়ে ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন গভর্নর হোকুল ৷ মেয়র এডামস নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধ হ্রাস পাচ্ছে জানিয়ে বলেন, গুটিকয়েক অপরাধী গ্রেফতার হওয়ার দিনকয়েকের মধ্্যে ছাড়া পেয়ে পুনরায় সাবওয়েতে এসে অপরাধমুলক কর্মকানন্ডে লিপ্ত হচ্ছে ৷

 

শেয়ার করুন