নিউইয়র্ক     শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলাডেলফিয়ায় ঈদের দিন মসজিদের বাইরে গুলিবিনিময়, আহত তিন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪ | ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফিলাডেলফিয়ায় ঈদের দিন মসজিদের বাইরে গুলিবিনিময়, আহত তিন

গত বুধবার ১০ এপ্রিল ঈদুল ফিতরের আয়োজন চলাকালে পশ্চিম ফিলাডেলফিয়ায় একটি মসজিদের বাইরে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে গুলিবিনিময়ে তিনজন আহত হয়েছেন৷ গুলিবিদ্ধ ১৫ বছর বয়সি এক কিশোরসহ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷

ঐদিন দুপুর আড়াইটার দিকে ফিলাডেলফিয়া মসজিদ এবং ক্লারা মোহাম্মদ স্কুলের মাঠে ঈদ উদযাপনকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ৷ ঘটনার সময় সেখানে প্রায় হাজার খানেক মানুষ উপস্থিত ছিলেন৷ ক্লারা মোহাম্মদ মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে৷ অনেকে এ সময় দৌঁড়ে পার্কের কাছের তাঁবুতে আশ্রয় নেন৷ কেউ কেউ গাছের আড়ালে লুকিয়ে ও শিশুদের মাটিতে শুইয়ে দিয়ে গুলি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন৷

একজনের পাকস্থলিতে গুলি লাগে, একজনের পেটে গুলি ও আরেক কিশোরের হাত জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

‘এখানে ৯৯ শতাংশ মানুষই ভালো’

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ৷ এর মধ্যে হাসপাতালে ভর্তি ১৫ বছরের এক শিশুও আছে৷ পুলিশ তার পায়ে গুলি করেছে বলে জানা গেছে৷ সন্দেহভাজনদের মধ্যে চারজন পুরুষ ও এক নারী রয়েছে৷ ঘটনায় ব্যবহৃত পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ঘটনার কারণ এখনো কিছু জানা যায়নি৷

ফিলাডেলফিয়া পুলিশ কমিশনার কেভিন বেথেল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমরা খুবই সৌভাগ্যবান যে আরো বেশি মানুষ গুলিবিদ্ধ হননি এবং কেউ মারা যাননি৷ এখানে জড়ো হওয়া ৯৯ শতাংশ মানুষই ভালো, যারা একটি ভালো সময় কাটাতে চেয়েছিলেন৷”

প্রত্যক্ষদর্শীদের একজন থমাস অ্যালেন বলেন, ‘‘ফিলাডেলফিয়ায় যত বছর ধরে আমি বসবাস করছি, তার মধ্যে বিশেষ করে মসজিদে কখনো এমন ঘটনা দেখিনি৷৷ যত অপরাধই ফিলাডেলফিয়ায় হোক, তা সবসময় মসজিদ থেকে বিচ্ছিন্ন ছিল৷” – এফপি, এপি

শেয়ার করুন