নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কম্যুনিটিতে তীব্র ক্ষোভের সঞ্চার, হত্যাকান্ডের বিচারের দাবী দ্রুত জোরদার হচ্ছে

পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত উইন রোজারিওর জীবনের মর্মান্তিক শেষ দৃশ্যের ভিডিও ফুটেজ প্রকাশ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০৬:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০৬:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত উইন রোজারিওর জীবনের মর্মান্তিক শেষ দৃশ্যের ভিডিও ফুটেজ প্রকাশ

গত ২৭ মার্চ নিউ ইয়র্কের ওজোন পার্ক এলাকায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত বাংলাদেশী তরুন উইন রোজারিওর জীবনের মর্মান্তিক শেষ দৃশ্যের ভিডিও ফুটেজ গত শুক্রবার ৩রা মে প্রকাশ করেছেন নিউ ইয়র্ক ষ্টেটের এটর্নী জেনারেল লেটিশিয়া জেমস।

উইন রোজারিওর ভাই, মা ও বাবা।

যে পুলিশের গুলিতে উইন রোজারিও নিহত হয়েছিলেন, তারই বডি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ অত্যন্ত লোমহর্ষক, মর্মান্তিক ও বেদনাদায়ক। এই হত্যাকান্ডের বিচার হচ্ছেনা, উইন রোজারিওর বাবা-মায়ের এমন আক্ষেপ ও ক্ষােভ প্রকাশের পরপরই নিউ ইয়র্ক ষ্টেটের এটর্নী জেনারেল লেটিশিয়া জেমস ভিডিও ফুটেজ প্রকাশ করে দিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায় মাসনিকভাবে অসুস্থ উইন রোজারিও পুলিশের দিকে ড্রয়ার থেকে বের করা একটি ছোট কাঁচি বের করছিলেন, কিন্তু পুলিশ তাকে শান্ত করার জন্য কোন পদক্ষেপই গ্রহণ করেনি, এমনকি পাশে দাঁড়ানো মায়ের আকুতিও গ্রাহ্য করেনি। সাথে সাথেই গুলি! ভিডিও ফুটেজ প্রকাশ হবার পর নিউ ইয়র্ক পুলিশের চীফ অফ প্যট্রল জন চেন পুলিশের ভুমিকাকে সমর্থন করে বলেছেন, ১৯ বছর বয়স্ক তরুন কাঁচি হাতে পুলিশের দিকে তেড়ে আসছিলো।

এদিকে এই নির্মম হত্যাকান্ডের ভিডিও ফুটেজ প্রকাশ হবার পর উইন রোজারিওর বাবা-মা উক্ত পুলিশের বরখাস্ত এবং হত্যার উপযুক্ত বিচার দাবী করেছেন।

ভিডিও ফুটেজ প্রকাশ হবার পর কম্যুনিটিতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এবং পুলিশের হাতে একজন তরুনের এহেন হত্যাকান্ডের বিচারের দাবী দ্রুত জোরদার হচ্ছে।

শেয়ার করুন