নিউইয়র্ক     শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ জনের দলের কাছেও পয়েন্ট খোয়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
১০ জনের দলের কাছেও পয়েন্ট খোয়াল রিয়াল

ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে এখন লা লিগাই একমাত্র ভরসা বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে ছিল ৮ পয়েন্টে। রিয়ালের সামনে ব্যবধান কমানোর সুযোগ থাকলেও মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট হারিয়েছে তারা। অ্যাথলেটিকোর ১০ জনের দলের কাছেও ড্র নিয়েই ফিরতে হয়েছে। এতে শিরোপা অভিযানে বড় ধাক্কাই খেল আনচেলত্তির দল। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার সঙ্গে ৫ পয়েন্টে ব্যবধান কমাতে পারত করিম বেনজেমারা। পুরো ম্যাচে তারা আক্রমণও করেছিল অনেকবার। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ১-১ গোলে ড্র নিয়েই তারা মাঠ ছেড়েছে।

এদিন ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। অ্যান্টনিও রুডিগার টনি ক্রুসের কর্নার থেকে পাওয়া হেডটি লক্ষ্যে রাখতে পারেননি। ৯ম মিনিটে অ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে বেশ ভুগিয়েছে মার্কো অ্যাসেনসিও। ওবলাক তার আচমকা শট সফলভাবেই ঠেকান। দুই মিনিট পর প্রথম সুযোগ পান করিম বেনজেমা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও চমৎকার কারিকুরি দেখিয়ে নিখুঁত ক্রসে খুঁজে নেন ফরাসি স্ট্রাইকারকে। পা বাড়িয়ে বল ছুঁয়েছিলেন বেনজেমা, কিন্তু শেষপর্যন্ত বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। এভাবে পুরো প্রথমার্ধ চাপ ধরে রাখলেও আনচেলত্তির শিষ্যরা গোল হওয়ার মতো শট নিতে পারেনি। প্রতিপক্ষ অ্যাথলেটিকোও বেশি ঝামেলায় ফেলেননি রিয়াল কিপার থিবো কোর্তোয়াকে। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

আরো পড়ুন : গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না নেইমারের !

আন্তোয়ান গ্রিজম্যানের হেডে ৬১ মিনিটে সহজ সুযোগ পায় অ্যাথলেটিকো। কিন্তু পোস্ট ঘেঁষেই বলটি চলে যায়। ম্যাচের আরও ২৫ মিনিট বাকি থাকতেই দলটি বড় ধাক্কা খায়। রুডিগারকে কনুইয়ের গুঁতো দেওয়ায় লাল কার্ড দেখেন আর্জেন্টাইন আনহেল কোররেয়া। এরপর লিড দেওয়ার পথ সুগম হলেও উল্টো গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। ৭৮তম মিনিটেই প্রথম গোলের ডেডলক ভাঙে অ্যাথলেটিকো। গ্রিজমানের ফ্রি-কিকে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার জোসে হিমেনেস। মিনিট ছয়েক পরেই প্রায় সমতায় ফিরছিল রিয়াল। কিন্তু ওবলাক ফরাসি তরুণ এদোয়ার্দো কামাভিঙ্গার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। তবে তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কর্নার থেকে ভেসে আসা বল রদ্রিগেজ দারুণ হেডে জালে জড়ান। ড্রয়ের পর ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ১০-এ নিয়ে যাওয়ার সুযোগ আছে বার্সেলোনার। এক ম্যাচ কম খেলা দলটি ৫৯ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়। রিয়ালের সমান ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল সোসিয়েদাদ এবং ৪২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান অ্যাথলেটিকোর। সূত্র : ঢাকা পোস্ট

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন