নিউইয়র্ক     শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিএনএন থেকে বেরিয়ে গেলেন সাংবাদিক ক্রিস লিখ্ট

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিএনএন থেকে বেরিয়ে গেলেন সাংবাদিক ক্রিস লিখ্ট

সাংবাদিক ক্রিস লিখ্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক ক্রিস লিখ্ট। সিএনএনের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

প্রতিবেদন মতে, গত বছর সিএনএনে যোগ দেন সাংবাদিক ক্রিস লিখ্ট। এরপর গত এক বছরে বেশ কিছু বিতর্কের জন্ম দেন তিনি। চ্যানেল পরিচালনায় তার সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। এসব বিতর্কের প্রেক্ষিতে পদ থেকে সরে গেলেন ক্রিস।

সিএনএনের মূল কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স ডিসকাভারি’র প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ বুধবার (৭ জুন) সকালে ক্রিসের সিএনএন ছাড়ার তথ্য নিশ্চিত করেন। সিএনএন কর্মীদের জানান, ‘বিষয়টি নিয়ে আমি ক্রিস লিখটের সঙ্গে কথা বলেছি। তিনি সিএনএন ছেড়ে দেবেন।’

সোমবার (৫ জুন) ক্রিসকে নিয়ে আরেক মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিকে ১৫ হাজার শব্দের একটি প্রবন্ধ প্রকাশ করা হয়। সেখানে তার নেতৃত্বে কর্মী ছাঁটাই, চ্যানেলের জনপ্রিয়তা হ্রাস ও কর্মীদের মনোবল হারানোর মতো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রবন্ধ প্রকাশের পরই ক্রিসের পদত্যাগের খবর এলো।

শেয়ার করুন