নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন ডেমোক্র্যাটরা :ট্রাম্প

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪ | ০৯:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৪ | ০৯:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন ডেমোক্র্যাটরা :ট্রাম্প

সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা এখন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন। ট্রাম্প মূলত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে নাৎসি জার্মানির প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন।

শনিবার মার-এ-লাগোতে একটি নৈশভোজে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে উপস্থিত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প দাবি করেন, তার বিরুদ্ধে যে চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে তার পেছনে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নৈশভোজে মূলত তহবিল উত্তোলন করা হয়। রিপাবলিকান দাতাদের কেউ কেউ ৪০ হাজার ডলারের ওপরেও অর্থ অনুদান দেন। ট্রাম্প তার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ও অন্যান্য প্রসিকিউটরদের সমালোচনা করেন।

৯০ মিনিটের বক্তব্যে ট্রাম্প জানান, অনেকেই তার রানিংমেট হওয়ার জন্য অনুনয়-বিনয় করছেন। ট্রাম্প বলেন, তার একজন সাহসী অ্যাটর্নি জেনারেল দরকার। তিনি তার সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সমালোচনা করেন। প্রশাসন থেকে সরে যাওয়ার পর উইলিয়াম বার ট্রাম্পের সমালোচনা করে আসছেন। উল্লেখ্য, নাৎসি পার্টি ও জার্মানিতে রাষ্ট্রদ্রোহ, গুপ্তচরবৃত্তি, নাশকতা এবং অপরাধমূলক হামলার মামলা তদন্ত করার ক্ষমতা গেস্টাপোর (গোপন পুলিশ বাহিনী) ছিল।

১৯৩৬ সালে সরকার কর্তৃক গৃহীত মৌলিক গেস্টাপো আইন গেস্টাপো কার্টে ব্লাঞ্চকে বিচারিক পর্যালোচনা ছাড়াই কাজ করার অনুমতি দেয়। এটিকে আইনের ঊর্ধ্বে রাখা হয়। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পরিকল্পনা ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি। নাম না প্রকাশ করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের এই পত্রিকার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও এ খবর প্রকাশ করেছে।

শেয়ার করুন