নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহ : বিপজ্জনক তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১২:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১২:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহ : বিপজ্জনক তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে

ছবি : বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে রবিবার রেকর্ড পরিমান তাপমাত্রা দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিম এলাকাজুড়ে আগামী সপ্তাহে বিপজ্জনকভাবে তাপমাত্রার বাড়তে পারে বলে সতর্কতা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় এক তৃতীয়াংশ (প্রায় ১১৩ মিলিয়ন মানুষ), ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। লাস ভেগাস, নেভাদাও আগামী কয়েক দিনের মধ্যে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পারে।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস) জনগণকে জীবনের ঝুঁকি এড়াতে সতর্ক করেছে। কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে। এদিকে শনিবার ফিনিক্স, অ্যারিজোনায় সর্বকালের সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশ ইতিমধ্যেই গত সপ্তাহে তীব্র গরম পড়েছে।

এল পাসো, টেক্সাসে টানা ২৭ দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি, বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি। সেখানে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যা পৃথিবীতে এখন পর্যন্ত রেকর্ড করা উষ্ণতম তাপমাত্রার কাছাকাছি। এনডব্লিউএস বলেছে, রবিবার সান জোয়াকিন উপত্যকা, মোজাভে মরুভূমি এবং গ্রেট বেসিন অঞ্চলেও নতুন তাপমাত্রার রেকর্ড স্থাপন করতে পারে।

ফলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এবং কারো কারো জন্য মারাত্মক হতে পারে। শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষার জন্য প্রচুর পরিমানে পানি পান করতে বলা হয়েছে বাসিন্দাদের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহের কারণে প্রতি বছর প্রায় ৭০০ মানুষ মারা যায় বলে ধারণা করা হয়। এদিকে এনডব্লিউএস আরো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব নিউ ইংল্যান্ড অঞ্চলে প্রবল থেকে তীব্র বজ্রঝড়, ভারী বৃষ্টিপাত এবং বেশ কয়েকটি স্থানে বন্যা হতে পারে। সূত্র : বিবিসি

শেয়ার করুন