নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশী-বংশোদ্ভুত প্রার্থীর বিজয়

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২ | ০২:১৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২ | ০২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশী-বংশোদ্ভুত প্রার্থীর বিজয়

সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চারজন বাংলাদেশী-বংশোদ্ভুত প্রার্থী বিজয়ী হয়েছেন। গত মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রার্থীরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেক্টিকাট স্টেট সিনেটর মো. রহমান এবং নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেনটেটিভিস এর সদস্য আবুল খান।

এবারের মধ্যবর্তী নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান ভোট দিয়েছেন। নিউইয়র্কসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন স্টেটের ভোট কেন্দ্রগুলোতে অন্য ভাষার সাথে বাংলায়ও নির্দেশনা দেওয়া হয়। নিউইয়র্কে ব্যালট পেপারও ছিল বাংলায়। মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের ৩৫টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ভোট হয়। এছাড়াও ৩৬টি স্টেটে গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইন সভায়ও নির্বাচন হয়।

এতে জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হন নাবিলা ইসলাম। এছাড়া কানেকটিকাট স্টেট সিনেটে বিজয়ী হন আরেক বাংলাদেশি আমেরিকান মো. রহমান। তারা সবাই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি-আমেরিকানের বিজয়ে উল্লসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত বাংলাদেশ সোসা্ইটি, নিউ ইয়র্ক এর সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও মুজিব উর রহমান, কম্যুনিটি এক্টিভিষ্ট ফখরুল ইসলাম দেলোয়ার, তরুণ রাজনীতিক আহনাফ আলম, ফ্লোরিডার ডেসক্রেট নেতা আতিকুর রহমান, লস এঞ্জেলেস এর রিপাবলিকান নেতা জয়নাল আবেদীন ও জর্জিয়ার তানজিনা ইসলামসহ আরো অনেকেই চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন