নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে মামলা ‘উদ্দেশ্যমূলক’ ভাবছেন রিপাবলিকানরা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ০৩:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ০৩:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের বিরুদ্ধে মামলা ‘উদ্দেশ্যমূলক’ ভাবছেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে বিশ্বাস করেন অধিকাংশ রিপাবলিকান পার্টির সমর্থক। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের একটি জরিপে রিপাবলিকানরা এমন মতামত তুলে ধরেন। সরকারি গোপন নথির মামলায় ট্রাম্পের মঙ্গলবার ফ্লোরিডার মিয়ামির আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক জরিপে অংশ নেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া জরিপ গত সোমবার শেষ হয়।

রিপাবলিকান পার্টির ঘোর সমর্থক ৮১ শতাংশ অংশগ্রহণকারী জানান, ট্রাম্পের বিরুদ্ধে মামলা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে। জরিপে ভোটারদের মধ্যে গভীর মেরূকরণের প্রতিফলন দেখা যায়। যদিও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন যে, ট্রাম্পের বিরুদ্ধে বিচার বিভাগের করা মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

রয়টার্স/ইপসোসের জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬২ শতাংশ বলেছেন, ট্রাম্প ফ্লোরিডায় তার বাড়িতে অবৈধভাবে সরকারি নথিপত্র সংরক্ষণ করেছেন। অবশ্য এমন মতামত প্রকাশকারীদের অধিকাংশই ডেমোক্র্যাটিক পার্টি সমর্থন করেন।

সাথী/পরিচয়

শেয়ার করুন