নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন ফিলিস্তিনের পক্ষ নেয়ায় হতাশ যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০৮:০১ পূর্বাহ্ণ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ০৩:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীন ফিলিস্তিনের পক্ষ নেয়ায় হতাশ যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চক শুমার (মাঝে) দিয়াওইউতাই গেস্ট হাউসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে। ছবি: রয়টার্স

অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এমন অবস্থায় ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ ইসরায়েলের দিকে রওনা দিয়েছে। তবে চীন ফিলিস্তিনের পক্ষ নেয়ায় হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের ঘটনায় সবাইকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত থাকতে এবং বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু না বানাতে অনুরোধ জানিয়েছে। খবর আল জাজিরার

চীন উল্লেখ করেছে, ফিলিস্তিনের স্বাধীনতা বা ইসরায়েল-ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সংকটের যোগ্য সমাধান। এছাড়া চীন হামাসের বিরুদ্ধে স্পষ্ট করে নিন্দা প্রকাশ করেনি। চীনের এমন অবস্থানের কারণেই মন খারাপ যুক্তরাষ্ট্রের। রোববার মার্কিন সিনেটের নেতা চাক শুমার চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন। এ সময় শুমার বলেন, ইসরায়েলে চলমান ঘটনাবলী ভয়াবহ। আমি আপনাকে এবং চীনা জনগণকে ইসরায়েলি জনগণের পাশে দাঁড়ানোর ও জঘন্য হামলার নিন্দা করার আহ্বান জানাচ্ছি।

মার্কিন নেতা আরও বলেন, সত্যি বলতে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আমি খুবই হতাশ হয়েছি। তারা এই সংকটময় সময়ে ইসরায়েলের প্রতি কোনো সহানুভূতি বা সমর্থন দেখায়নি। গণমাধ্যমের তথ্যমতে, গত শনিবার থেকে এ পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪১৩ ফিলিস্তিনি। এখনো ইসরায়েলের ভেতরে অন্তত সাত থেকে আট জায়গায় লড়াই চলছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।

এদিকে হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। জাতিসংঘে ইরানের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানায়, ‘আমরা কোন দ্বিধা ছাড়াই ফিলিস্তিনের প্রতি আমাদের জোরালো সমর্থন জানাচ্ছি। তবে ফিলিস্তিনের প্রতিক্রিয়ার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফিলিস্তিনই নিয়েছে।’ সিএনএনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এই হামলার পেছনে ইরানের ভূমিকা রয়েছে অথবা তারা হামলার নির্দেশ দিয়েছে, এমন কোন প্রমাণ আমরা এখনো দেখিনি।’

শেয়ার করুন