নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপ সফরে বাইডেন, এজেন্ডায় থাকবে রুশ ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ০৭:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ০৭:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইউরোপ সফরে বাইডেন, এজেন্ডায় থাকবে রুশ ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো

এপির ফাইল ছবি।

ইউরোপের তিনটি দেশে পাঁচ দিনের এক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ রোববার (৯ জুলাই) লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন বাইডেন। ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে গিয়ে প্রথমেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন।

লন্ডনের পর তার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বার্ষিক ন্যাটো সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। সেখানে তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে আলাপ করবেন। ইউক্রেনের দখল হওয়া এলাকাগুলো দখলে দেশটিকে সাহায্য করার বিষয়টি তাদের আলোচনায় প্রাধান্য পাবে। এবারের ন্যাটো সম্মেলনের অন্যতম উদ্দেশ্যও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা।

হোয়াইট হাউজ বলেছে, বাইডেনের এবারের সফর শেষ হবে হেলসিঙ্কি ভ্রমণের মাধ্যমে। সেখানে সদ্য ন্যাটোতে যোগ দেয়া ফিনল্যান্ডসহ নর্ডিক নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি।

শেয়ার করুন