নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্প আয়ের ৬৫ বছরের বেশী বয়স্কদের জন্য বিনামূল্যে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে, বাস ব্যবহারের সুযোগ আসছে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বল্প আয়ের ৬৫ বছরের বেশী বয়স্কদের জন্য বিনামূল্যে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে, বাস ব্যবহারের সুযোগ আসছে

স্বল্প আয়ের ৬৫ বছরের বেশী বয়স্কদের জন্য বিনামূল্যে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে, বাস ব্যবহারের সুযোগ আসছে। এজনৗ ৬৭ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হচ্ছে ।গত ৮ ফেব্রুয়ারীবৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটি ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস দ্বারা প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক সিটিতে ৭৬০,০০০ এরও বেশি নিম্ন-আয়ের সিনিয়র (৬৫ বা তার বেশী বয়স্ক) এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে ট্রানজিট সুবিধা ব্যবহারের সুযোগ হতে পারে।

তবে সিনিয়র (৬৫ বা তার বেশী বয়স্ক)রা বর্তমানে অর্ধেক ভাড়ায় সিটি ট্রানজিট ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন।

তবে ৬৫ বছরের কম বয়সী নিউইয়র্কবাসীদের যাদের আয় ফেডারেল দারিদ্র্য সীমার ১২০% এর কম তাদের অর্ধ-মূল্যের মেট্রোকার্ড ব্যবহারের সুযোগ প্রদানে ৯০ মিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। সে তুলনায় সিনিয়রদের জন্য বরাদ্দ ৬৭ মিলিয়ন ডলার তুলনামুলকভাবে কম ।

ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস এ প্রতিবেদনে ফেডারেল দারিদ্র্য সীমার ২০০% এর কম আয়ের বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাবওয়ে, বাস এবং অ্যাক্সেস-এ-রাইড এ বিনামূল্যে ভ্রমণের জন্য এক ব্যক্তির পরিবারের বার্ষিক আয় ৩১২০০ ডলারের নিচে হতে হবে ।

তবে নিউ ইয়র্ক সিটি ফেয়ার প্রোগ্রামে ৫০% হ্রাসকৃত হারে ট্রানজিট সুবিধা ব্যবহারকারীর সংখ্যা বরাদ্দের তুলনায় অনেক কম।

যদিও এটি আনুমানিক ৯০০,০০০ নিউ ইয়র্কবাসীর জন্য উপযুক্ত, প্রকাশিত তথ্য অনুসারে, প্রায় ৩১৫,০০০ জন সিটি ফেয়ার প্রোগ্রামে নথিভুক্ত হয়েছেন।

শেয়ার করুন